গৃহস্থালি পণ্যের নামে বিদেশি সিগারেট
চট্টগ্রাম বন্দরে নয় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা নস্যাৎ
মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আসা ৭৪ লাখ শলাকা বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস। রোববার (১ ডিসেম্বর) বিকেলে গৃহস্থালি পণ্য ঘোষণায় আসা সিগারেটের চালানটি আটক করে। এতে প্রায় ৯ কোটি টাকার শুল্ক ফাঁকি নস্যাৎ করার দাবি করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন।
চট্টগ্রাম কাস্টমস জানায়, পাবনার ঈশ্বরদী ইপিজেডের খেয়াতি লেদার ইনোভেমন বিডি লিমিটেড নামে একটি রপ্তানিকারী প্রতিষ্ঠানের নামে ২০ ফুটের এক কনটেইনার পণ্য আসে। গৃহস্থালী পণ্য ঘোষণা দিলেও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস জানতে পারে চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করা হয়েছে।
এতে রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি জরুরি কিপডাউন করে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।
পরে শতভাগ কায়িক পরীক্ষা করে কনটেইনারটিতে ৭৪০ কার্টনে ৭৪ লাখ শলাকা লামার ব্রান্ডের ন্যানো সিলভার ন্যানো গ্রে ন্যানো ব্লু ন্যানো হোয়াইট সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাতের তৈরি হলেও চালানটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয় বলে জানায় কাস্টমস।
চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে এআইআর শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। এরপর দ্রুত অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। পরে শতভাগ কায়িক পরীক্ষা করে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়।
চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ছিল দেড় কোটি, এর বিপরীতে রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি টাকা। এতে মিথ্যা ঘোষণায় প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমআইএইচএস