মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই
আর্থিক পরিষেবায় অসামান্য অবদানের জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছে আরএফএল বেস্ট বাই। ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস’ (মার্চেন্ট পিওএস) ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
‘লিডিং বাই রেজিলিয়েন্স’ শিরোনামে আয়োজিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের ষষ্ঠ সংস্করণে ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক লেনদেনে অবদানের ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে ২৬টি বিজয়ী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন ত্রিশতা মওলার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আরএফএল রিটেইলের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম।
আরও পড়ুন
- দ্রুত বর্ধমান ভোগ্যপণ্যে প্রাণ-আরএফএলের বড় বিনিয়োগ
- পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করবে উইনরক ও প্রাণ-আরএফএল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আরএফএল বেস্ট বাই এর এই স্বীকৃতি তার মার্চেন্ট পিওএস নেটওয়ার্কের মাধ্যমে নির্বিঘ্ন এবং নিরাপদ ডিজিটাল পেমেন্টের অব্যাহত প্রচেষ্টাকে প্রতিফলিত করে। রিটেইল ব্যবসার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইএ/এএসএম