উন্নয়ন বাজেট কমবে: পরিকল্পনা উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেওয়া হবে। এজন্য সামনে উন্নয়ন বাজেট কমবে।

তিনি বলন, চলতি বছরের চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। দেশীয় ও বৈদেশিক খরচ কম হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় ৫ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা। বৈদেশিক অর্থায়ন থাকছে ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, নতুন অনেক প্রকল্প বাদ দিতে হচ্ছে। অনেক প্রকল্প রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়। এসব প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে যেন দুর্নীতি না হয় সেসব দেখা হচ্ছে।

অনেক প্রকল্প পরিচালক পদত্যাগ করেছেন জানিয়ে উপদেষ্টা আরও বলেন, অনেক ভিসি যেমন পদত্যাগ করেছেন তেমনি অনেক পিডিও পদত্যাগ করেছেন। মাতারবাড়ির পিডি জিনিসপত্র বিক্রি করে চলে গেছেন। মন্ত্রণালয় এখনও সুস্থির পর্যায়ে পৌঁছায়নি। প্রকল্প কমে যাচ্ছে, নতুন প্রকল্প নিতে চিন্তাভাবনা করতে হচ্ছে। অপচয় রোধ করতে গিয়ে দেখা যাচ্ছে ব্যয় ধীর হচ্ছে। এখন নীতিগত সিদ্ধান্ত হচ্ছে অনুমোদিত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, আগে মন্ত্রী ও এমপি প্রকল্প নিতেন। কিন্তু উপদেষ্টার এলাকা কম। আমরা সবাই মিলে চিন্তা করেছি নতুন ধারার প্রকল্প নেবো শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন করার জন্য। দ্রুত সময়ে কিছু নতুন ধরনের প্রকল্প তৈরি করতে পারি কি না দেখবো।

এমওএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।