ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৪ নভেম্বর ২০২৪

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যাংকারদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব)’।

সম্প্রতি মতিঝিল বিসিআইসি ভবনের ক্যান্টিনে বিভিন্ন ব্যাংকের কমকর্তাদের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ব্যাংকারদের অধিকার রক্ষা করা এবং পেশাজীবী প্ল্যাটফর্মে তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা লক্ষ্যেই সংগঠনটি যাত্রা শুরু করেছে।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ব্যাংক জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস এবং সদস্য সচিব হয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ।

কমিটির অন্যান্যরা হলেন- এম. মাহবুবুর রহমান (যুগ্ম পরিচালক ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, বাংলাদেশ ব্যাংক), মো. জাহিদুল ইসলাম (এফএভিপি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও সাবেক সভাপতি, অমর একুশে হল ছাত্রদল, ঢাবি), মো. আবু সোহেল (সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সহসভাপতি, জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য), মনির আহমেদ (এজিএম, জনতা ব্যাংক পিএলসি ও নির্বাহী সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাকৃবি ছাত্রদল), আবুল বাশার (প্রিন্সিপাল অফিসার ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি), নিয়াজ মোর্শেদ (প্রিন্সিপাল অফিসার ও যুগ্ম আহ্বায়ক, জিয়া পরিষদ, রূপালী ব্যাংক পিএলসি), মোস্তাফিজুর রহমান আরিফ (এজিএম, বিডিবিএল ও সাবেক সম্পাদক, অমর একুশে হল ছাত্রদল, ঢাবি), হ আ ম ফেরদৌস-উন-নবী (সহসভাপতি, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক), নাজমুল হক অপু (কৃষি ব্যাংক ও সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর), এবং তাসলীমা আক্তার লীনা (সাবেক সাংগঠনিক সম্পাদক, জিয়া পরিষদ, বাংলাদেশ কৃষি ব্যাংক)।

অনুষ্ঠানে ব্যাংকিং সেক্টরের জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় ব্যাংকাররা উপস্থিত ছিলেন।

ইএআর/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।