বেনাপোল বন্দরে বসলো কন্টেইনার স্ক্যানার
আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে বেনাপোল বন্দরে স্থাপন হলো মোবাইল কন্টেইনার স্ক্যানার। রোববার (১৭ নভেম্বর) এই স্ক্যানার বসানো হয় বলে এনবিআরের জনসংযোগ দপ্তর জানায়।
বাণিজ্য সহজীকরণ, পণ্য খালাসের সময় হ্রাসকরণ এবং চোরাচালান রোধে আমদানি-রপ্তানি কার্যক্রমে দেশের বিভিন্ন বন্দর ও ল্যান্ড কাস্টমস স্টেশনে কন্টেইনার স্ক্যানার ও মোবাইল কন্টেইনারসহ বিভিন্ন প্রকার ডিভাইস ব্যবহার করা হয়। এনবিআরের তত্ত্বাবধানে বর্তমানে বেনাপোল বন্দরে ফিক্সড কন্টেইনার স্ক্যানার স্থাপনের কার্যক্রম চলমান।
১৪ নভেম্বর বেনাপোল বন্দরে নতুন নির্মিত কার্গো টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সে সময় তিনি অবিলম্বে বেনাপোল বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দরে নতুন স্ক্যানার বসানো হলো।
নারায়ণগঞ্জের পানগাঁও বন্দরে অস্থায়ীভাবে স্থাপিত একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বেনাপোল স্থলবন্দরে এরই মধ্যে স্থাপন করা হয়েছে। এর ফলে বেনাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।
এসএম/জেডএইচ/