এএমসিএল (প্রাণ) এর ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৩-২০১৪ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে।

২৪শে ডিসেম্বর বুধবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহম্মেদ (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অবঃ), উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, নির্বাহী পরিচালক মো. ইলিয়াস মৃধা, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান।

এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণও উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীগণ বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসায় পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান পরামর্শ দেন।

বিনিয়োগকারীগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি পুনরায় তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

সভায় জানানো হয় যে, আলোচ্য বৎসরের বাজারে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির করপূর্ব মুনাফা ২০১৩-২০১৪ সালে ৭০.৭০ মিলিয়ন টাকা অর্জিত হয়েছে, মোট বিক্রয় ১৯৩৪.৫৬ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং মোট রপ্তানি হয়েছে ২৩৫.৩ মিলিয়ন টাকা (নগদ সহায়তাসহ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।