‘চাঁদাবাজ মকবুলের’ কবল থেকে বাঁচতে চায় সমবায় শিল্প সমিতি
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও হকাররা একজন চাঁদাবাজের কাছে জিম্মি, এমন অভিযোগ তুলে এ সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি।
রোববার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ ও সরকারের সহায়তা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি লিপিকা দাশ গুপ্তা, সাবেক সভাপতি সাধনা দাশ গুপ্তা ও সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার প্রমুখ।
লিখিত বক্তব্যে লিপিকা দাশ গুপ্তা বলেন, সারাদেশের ক্ষুদ্র সমবায়ীদের নিয়ে দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি। সমিতির উন্নয়ন ও অগ্রগতির জন্য ১৯৫৪ সালে সরকার বাহাদুর ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে তিনটি দোকান নিউমার্কেটে বরাদ্দ দেয়। যার লভ্যাংশের ৮৮ শতাংশ অংশীদার সরকার, বাকি ১২ শতাংশ ক্ষুদ্র দরিদ্র জাতীয় তাঁতী সমবায় গোষ্ঠী।
তিনি বলেন, একটি দোকান ২০১৪ সালে সাবেক সভাপতি মকবুল হোসেন নিজের দখলে নেন। গত ৭ আগস্ট বাকি দুটি দোকান ও সমিতির অফিস দখল করে নিজেকে স্বঘোষিত সভাপতি ঘোষণা করেন। মূলত নিউমার্কেটের ব্যবসায়ী ও হকাররা সবাই তার কাছে জিম্মি।
‘তার কাছ থেকে দোকান ফেরত পেতে ৭০ লাখ টাকা ও প্রতি মাসে ভাড়া হিসেবে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন মকবুল। যার ৩০ লাখ টাকা দিয়ে ফেরত পায় বর্তমান কমিটি। তবে বর্তমানে বাকি টাকার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছেন।’
লিপিকা দাশ গুপ্তা আরও বলেন, আমরা সমিতির ক্ষুদ্র সদস্য। চাঁদাবাজ মকবুলের দাবি করা টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এ অবস্থায় চাঁদাবাজ মকবুলের কবল থেকে বাঁচতে সরকারের সংশ্লিষ্টদের সহায়তা কামনা করছি।
এমএএস/এমকেআর