ঘোষিত লভ্যাংশ বিতরণে ৯ কোম্পানিকে আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১০ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই ৯ কোম্পানির মধ্যে রয়েছে- সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, লুবরেফ বাংলাদেশ, ওরিজা এগ্রো, মামুন এগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড, বিডি পেইন্ট এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বিতরণ না করলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রত্যেক পরিচালককে ব্যক্তিগতভাবে জরিমানা দিতে হবে। এই জরিমানার পরিমাণ ১০ লাখ থেকে ২ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত।

রোববার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেয়ারহোল্ডারদের বণ্টন করতে হবে। না করলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ব্যক্তিগতভাবে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে স্বাধীন পরিচালকরা জরিমানার আওতার বাইরে থাকবেন।

এর মধ্যে সাফকো স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১৩ লাখ, লুব-রেফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ওরিজা এগ্রোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা, মামুন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, কৃষিবিদ সিডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, বিডি পেইন্টের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কমিশন সভায় প্রোডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং এনএলআই সিকিউরিটি লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএএস/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।