অ্যামচেম সংলাপে বক্তারা

মেধাস্বত্ব অধিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৭ নভেম্বর ২০২৪
মেধাস্বত্ব অধিকার নিয়ে সংলাপ আয়োজন করে অ্যামচেম

অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে একটি শক্তিশালী আইপিআর (মেধাস্বত্ব অধিকার) ব্যবস্থা অপরিহার্য। এটি বাংলাদেশকে বিশ্বব্যাপী ব্যবসার জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে তৈরি করবে। এছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

গতকাল বুধবার (৬ নভেম্বর) আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। ‘আইপিআর ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ: এর চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সংলাপের আয়োজন করা হয় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে।

সংলাপে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। এতে অংশ নেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের (ইউএসপিটিও) সিনিয়র বাণিজ্যিক বিশেষজ্ঞ এবং আইপি নীতি উপদেষ্টা (দক্ষিণ এশিয়া) শিল্পী ঝা, এবং আইপি লইয়ার ও বাংলাদেশ আইপি ফোরাম ফাউন্ডার ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল আইপিআর নীতিমালা নিয়ে পর্যালোচনা করা, যা বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উল্লেখযোগ্য যেসব সুপারিশ তুলে ধরা হয় সেগুলো হলো- কাস্টমস আইপিআর নিয়ম, এনবিআরের কেন্দ্রীয় ফাইলিং সিস্টেম, ব্যবসায়িক সফটওয়্যার এবং ক্লাউড সুরক্ষা, ট্রেড মার্ক রেজিস্ট্রেশন ইস্যু সমাধান, আরএমজি সেক্টরে ভোক্তা এবং ক্রেতাদের মেধা সম্পত্তির (আইপিআর) অধিকার রক্ষা, আইপিআর সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রকিউরমেন্টে আইপিআর কমপ্লায়েন্স প্রয়োগ করা, আইপিআর বন্ধুত্বপূর্ণ ইকোসিস্টেম উন্নয়ন, আইপিআর উদ্ভাবকের স্বার্থ রক্ষায় নতুন আইন প্রবর্তন, উভয়পক্ষের মধ্যে নীতিমালার সঠিক সমন্বয়, আন্তর্জাতিক পেটেন্ট আইন প্রয়োগ এবং বিদ্যমান আইপিআর আইনের সংস্কার।

আলোচনায় বক্তারা বলেন, এসব সুপারিশ সঠিকভাবে অনুসরণ এবং বাস্তবায়ন হলে বাংলাদেশ আরও বেশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং নতুন নতুন বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে সক্ষম হবে।

এতে আরও উপস্থিত ছিলেন- অ্যামচেম কোষাধ্যক্ষ আল-মামুন এম রাসেল, অ্যামচেম কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা সজিব রায়হান এবং রুবাবা দৌলা, কনভেয়ার লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) সভাপতি কবির আহমেদ, মাস্টারকার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কিন দূতাবাস ঢাকার কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ফরেন ইনভেস্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আকতার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিএপিআই প্রেসিডেন্ট আব্দুল মুক্তাদির, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর মহাপরিচালক মো. মুনিম হাসান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস, পলিসি অ্যান্ড আইসিটি) হোসেন আহমেদ প্রমুখ।

এসআরএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।