রাজধানীতে পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)এর আয়োজনে রাজধানীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী আবাসন মেলা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’ উদ্বোধন করেণ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের রিহ্যাবের সভাপতি আলগীর শামছুল আলামিনের সভাপতিত্তে আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জনরুল ইসলাম, সদস্য প্রকৌশলী মো. সরওয়ার্দী ভূঁইয়া প্রমুখ।
এবারের মেলায় ১৫০টি স্টল থাকছে এবং কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে ১৩টি প্রতিষ্ঠান।
প্রতিবছরের ন্যায় এবারও মেলায় প্রবেশের সিঙ্গেল টিকেটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকেটের মূল্য ১০০ টাকা ধরা হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে এবং টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সমাজের কল্যাণে ব্যয় করা হবে বলে জানান তিনি।