এস আলমের সময়ে নিয়োগ পাওয়া ৫৮৯ জনকে চাকরিচ্যুত করলো এসআইবিএল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০২ এএম, ০১ নভেম্বর ২০২৪
চাকরি হারালেন এসআইবিএলের ৫৮৯ কর্মকর্তা

ব্যাংকের সার্বিক শৃঙ্খলা ফেরাতে পরীক্ষা ছাড়াই নিয়োগ পাওয়া প্রবেশনারি সময়কালে থাকা ৫৮৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলো বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সনদ যাচাই ছাড়াই চট্টগ্রামের পটিয়া এলাকার এসব ব্যক্তিদের চলতি বছর নিয়োগ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রত্যেককে আলাদাভাবে চিঠি দিয়ে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।

এসআইবিএল সূত্র জানায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট জনবল ৪ হাজার ৭৫০ জন। এসব কর্মকর্তার মধ্যে কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয় ২ হাজার জনকে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নেওয়ার পর তাদের নিয়োগ হয়। যাদের বেশির ভাগের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

শুক্রবার (১ নভেম্বর) এসআইবিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংক দখলে নেওয়ার পর থেকে ন্যূনতম যোগ্যতা যাচাই ছাড়াই অপ্রয়োজনীয় অনেক নিয়োগ দেওয়া হয়েছে। যাদের সিংহভাগই এস আলমের বাড়ির সামনে রাখা চাকরির বক্সে সিভি জমা দিয়ে চাকরি পেয়েছেন। এভাবে নিয়োগ পাওয়া অন্যদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

ব্যাংকটির অপর এক কর্মকর্তা জানান, ২০১৭ সালের পর থেকেই অপ্রয়োজনীয় নিয়োগ দেওয়া হয়। এখন অনেক শাখায় বসার জায়গা পর্যন্ত নেই। তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। তাই শৃঙ্খলা ফেরাতে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্তের আলোকে তাদের ছাঁটাই করেছে ব্যাংক। এর মাধ্যমে ব্যয় সংকোচন করা হবে বলে জানান তিনি।

ইএআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।