সহজ হলো ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য পরিশোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য পরিশোধ করা যাবে। এতদিন ব্যান্ডউইথের মূল্য পরিশোধ করতে অনুমতির প্রয়োজন হতো। বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে, ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বিদেশি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ সেবা ক্রয়ের অর্থ বিদেশে পাঠানোর ব্যবস্থা সহজ হলো। এক্ষেত্রে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তি, ইনভয়েস, অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ইত্যাদি থাকতে হবে।

খাত সংশ্লিষ্টরা জানান, এর ফলে ইন্টারনেট সেবার উপকরণ হিসেবে ব্যান্ডউইথের ব্যয় পরিশোধের অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এতে সময় অপচয় কমার পাশাপাশি বৈদেশিক লেনদেন সহজ হবে।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অপর নির্দেশনায় বিদেশি আমদানিকারক এবং বিদেশি কন্ট্রাক্টরদের অনুকূলে পারফরমেন্স বন্ড বিংবা গ্যারান্টি ইস্যু করার জন্য ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো স্থানীয় রপ্তানিকারক এবং সাব-কন্ট্রাক্টরদের পক্ষে এসব কাজ করতে পারবে।

ইএআর/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।