সিনথেটিক ও ফেব্রিক্সের জুতায় থাকছে না রপ্তানি প্রণোদনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি করা পাদুকা এবং ব্যাগ রপ্তানিতে আর নগদ প্রণোদনা থাকছে না। এসব পণ্য রপ্তানিতে এতদিন ৮ শতাংশ হারে প্রণোদনা পেয়ে আসছিলেন রপ্তানিকারকরা। বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের উপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে না। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা সহায়তা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনাবলী যথারীতি অপরিবর্তিত থাকবে।

ইএআর/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।