শেয়ারবাজারে পতনের কারণ খুঁজতে বিএসইসির কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

শেয়ারবাজারের সাম্প্রতিক পতনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য এই পতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

রোববার (২৭ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।

বিএসইসির গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছে- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সামসুর রহমান, উপ-পরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান ও সিডিবিএল এর সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

তদন্ত কমিটি শেয়ারবাজারের সাম্প্রতিক মূল্যসূচক পতনের কারণ খুঁজে বের করবে। এছাড়া তারা শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত, অন্যান্য বিষয়াদি শনাক্ত ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর সুপারিশ দেবে।

এমএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।