বিজিএমইএ প্রশাসককে সহায়তায় গঠিত ‘সহায়ক কমিটি’র প্রথম সভা
বিজিএমইএ-এর দায়িত্বে নিয়োজিত প্রশাসককে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে গঠিত ‘সহায়ক কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এ সভা হয়।
বিজিএমইএ-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহায়তা কমিটির ১০ সদস্য মো. শহিদউল্লাহ আজিম, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড, এনামুল হক খান (বাবলু), অনন্ত ক্লোথিং লিমিটেড, মিরান আলী, মিসামি গার্মেন্টস লিমিটেড, এম মহিউদ্দিন চৌধুরী, ক্লিফটন ফ্যাশন লিমিটেড, আসিফ আশরাফ, উর্মি গার্মেন্টস লিমিটেড, রেজওয়ান সেলিম, সফটেক্স কটন (প্রা.) লিমিটেড, আ ন ম সাইফুদ্দিন, এম. এস. ওয়্যারিং অ্যাপারেলস লিমিটেড, মো. শিহাবুদ্দোজা চৌধুরী, এমিটি ডিজাইন লিমিটেড, শামস মাহমুদ, শাশা গার্মেন্টস লিমিটেড এবং শরীফ জহির, অনন্ত অ্যাপারেলস লিমিটেড।
সভার শুরুতে যারা জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বিজিএমইএ-এর প্রশাসকের দায়িত্ব গ্রহণের জন্য সহায়তা কমিটির পক্ষ থেকে প্রশাসক আনোয়ার হোসেনকে অভিনন্দন জানানো হয়।
সভায় বিজিএমইএ প্রশাসক বলেন, এই কমিটির প্রধান উদ্দেশ্য সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। তিনি এ ব্যাপারে সহায়তা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে এ ব্যাপারে সবাই একসঙ্গে কাজ করবেন।
আলোচনায়, বিজিএমইএ-এর দৈনন্দিন কার্যক্রমসমূহ যেমন আরবিট্রেশন, ইউডি, ইউপি, এনবিআর, ব্যাংক, কাস্টমস ও শ্রম সংক্রান্ত কাজগুলো স্বাভাবিক নিয়মে চলবে মর্মে গুরুত্বারোপ করা হয়।
জেএইচ/জেআইএম