দুগ্ধ খাতের উন্নয়নে প্রাণ ডেইরি ও এসিডিআই/ভোকার চুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১২ অক্টোবর ২০২৪

দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে ফের চুক্তি স্বাক্ষর করেছে প্রাণ ডেইরি লিমিটেড ও যুক্তরাষ্ট্র্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা। মার্কিন দাতা সংস্থা ইউএসএইড’র অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় দুগ্ধ খাতের উন্নয়নে কাজ করতে এটি দুপক্ষের মধ্যে দ্বিতীয় অংশীদারত্ব।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী।

চুক্তির আওতায় প্রাণ ডেইরি দক্ষিণাঞ্চলে নিরাপদ দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামার ব্যবস্থাপনার ওপর খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে। প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রচারণা, খরা সহনশীল ঘাসের বীজ সরবরাহ, গবাদিপশু পালনে ঋণসহায়তা, টিকাদানসহ নানা কার্যক্রমও পরিচালিত হবে। এতে অর্থায়নসহ নানাভাবে সহায়তা করবে এসিডিআই/ভোকা।

প্রকল্পের প্রথম ধাপটি ২০২৩ সালে সফলতার সাথে শেষ হয়েছে। ফলে প্রকল্পের আওতাধীন অঞ্চলে প্রাণ ডেইরির দুগ্ধ সংগ্রহ ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রাকিবুল ইসলাম লেনিন, ডেপুটি ম্যানেজার (ডেইরি এক্সটেনশন) জিহাদুল কবির, এসিডিআই/ভোকা’র সিনিয়র প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট নুরের রহমান এবং গ্রান্টস ম্যানেজার ইউ বা হে এ সময় উপস্থিত ছিলেন।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।