১৬৫৪ পোশাক কারখানার বিজিএমইএ সদস্যপদ বাতিল


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৪

রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্য রেজিষ্টার থেকে ২০০২ সাল থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ঢাকা ও চট্রগ্রামের মোট ১৬৫৪টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে। বিজিএমইএ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত বিজিএমইএ পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক চাঁদা সময়মতো পরিশোধ না করা, সমিতির ধার্য্যকৃত অন্যান্য চাঁদা না দেয়া এবং বিভিন্ন সময়ে কমপ্লায়েন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ার কারনে এ কারখানাগুলোর সদস্যপদ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে ৫০২টি প্রতিষ্ঠান, ২০১২ সালে ৫৮৬, ২০১৩ সালে ১০১ এবং বিভিন্ন সময়ে ২০টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হয়। এছাড়া ২০১৪ সালে ঢাকা অঞ্চলের ৩৪১টি প্রতিষ্ঠান ও চট্টগ্রাম অঞ্চলের ১০৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল হয়েছে।

কারখানাগুলোর সদস্যপদ বাতিল করার কারনে বর্তমানে বিজিএমইএ’র সদস্য সংখ্যা ৫৮৭৬ থেকে কমে দাঁড়ালো ৪২২২টি। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।