অনুমোদন ছাড়া ব্যাংকের এমডিকে অপসারণ নয়
এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালককে-এমডি পদত্যাগে বাধ্য করা যাবে না। কোনো এমডিকে অপসারণ করার আগে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে এমডি পদত্যাগ করতে চাইলে একমাস আগে আবেদন করতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
এতে বলা হয়, মেয়াদ পূরণের আগে পর্ষদ কোনো এমডিকে অপসারণ করতে চাইলে এক মাস আগে সেটি জানাতে হবে এবং তার অনুমোদন নিতে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।
বর্তমানে অপসারণ করে তার অনুলিপি দেওয়ার বিধান রয়েছে। অনুমোদনের দরকার পরে না।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া নিয়োগ চুক্তি বাতিল বা পদত্যাগে বাধ্য করা যাবে না। এমডির পদ শুন্য হলে তিন মাসের মধ্যে নতুন প্রধান নির্বাহী চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।