অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ
অবশেষে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করেছিল বিএফআইইউ।
বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম দেশের ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন: এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া (তলব) হয়েছিল। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নামে কোনো লকার থাকলে তাও স্থগিত রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এসময় বাড়ানো হবে।
ইএআর/এমএইচআর