বেশিরভাগ কারখানা খোলা, সাময়িক বন্ধ ৩২টি: বিজিএমইএ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বাইপাইল এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ

হাজিরা বোনাস বৃদ্ধিসহ শ্রমিকদের ১৮ দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর রাজধানী ঢাকাসহ সারাদেশের ২ হাজার ১৪৪টি পোষাক কারখানার মধ্যে ২ হাজার ১১২টি কাররখানা খোলা রয়েছে। তবে সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩২টি কারখানা সাময়িক বন্ধ ছিল।

তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, সোমবার গাজীপুর এলাকার ৮৭৭টি কারখানার মধ্যে ১টি কারখানা বন্ধ ছিল। সাভার-আশুলিয়া-জিরানী এলাকার ৪০৭টি কারখানা খোলা ও ৩১টি কারখানা বন্ধ ছিল।

এছাড়া নারায়ণগঞ্জের ২০৯টি, ডিএমপি এলাকার ৩০২ ও চট্টগ্রামের ৩৫০টি কারখানা খোলা ছিল।

এদিকে সোমবার তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইল এলাকায় ও ডিওএইচএস’র সামনে মহাসড়কটির দুটি জায়গায় অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

এসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।