সারাদেশে ১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ইলিশ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগরসহ সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বাজার তদারক কার্যক্রম পরিচালনা করে।

এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৮ জন কর্মকর্তার নেতৃত্বে ৮টি টিম ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারক করে।

সব মিলিয়ে দেশের ৪৮টি জেলায় অধিদপ্তরের ৫৪টি টিম পরিচালিত অভিযানে ১০৬টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।