গভর্নরের নামে ভুয়া আইডি, সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেসবুক আইডি খুলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই চাওয়া হচ্ছে বিভিন্ন তথ্য। করা হচ্ছে নানা তদবির ও সুপারিশ। আর এমন প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ব্যাংকের বিভিন্ন বিষয় তদবির-সুপারিশ করা হয়েছে। অথচ গভর্নর কোনো ফেসবুক আইডি চালান না।

ইএআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।