ফ্রেইট ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

ফ্রেইট ব্যবস্থাপনা উন্নয়নের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমদসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান এবং বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা।

সভায় এয়ার ট্রান্সপোর্টের জন্য বিদ্যমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরা হয়।

এছাড়া থার্ড টার্মিনালের কার্গো ভিলেজ, কুল চেইন ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রাসঙ্গিক সুবিধা নিয়ে আলোচনা করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অপ্রতুলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানযোগে রপ্তানি কার্যক্রম সহজ করার জন্য সিলেট এবং চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সুবিধা নিশ্চিত করার জন্য তাগিদ প্রদান করা হয়।

আরএএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।