পল্লী সঞ্চয় ব্যাংকের পর্ষদ থেকে গোলাম সারওয়ারকে প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে গোলাম সারওয়ারকে প্রত্যাহার করেছে সরকার। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরিতে ব্যাংকটির পরিচালক হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ এর ১১(১)(চ) অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরিতে নিয়োগ পাওয়া গোলাম সারওয়ারকে ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমএএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।