বন্যায় ক্ষতিগ্রস্ত পণ্যের বিনামূল্যে সার্ভিসিং সেবা দিচ্ছে আরএফএল
দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় আরএফএল ব্র্যান্ডের যেসব পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ফ্রি সার্ভিসিং সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে এরই মধ্যে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সার্ভিস ক্যাম্পেইন চালু করেছে আরএফএল।
ক্যাম্পেইনের আওতায় আরএফএল ওয়াটার পাম্প, এক্সপার্ট ওয়াটার পাম্প, গ্যাস স্টোভ, ওয়িং স্কেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হচ্ছে।
এ বিষয়ে আরএফএলের হেড অব মার্কেটিং মো. শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে আমাদের ফ্রি সার্ভিস ক্যাম্পেইন শুরু হয়েছে। আমরা ফেনীতে ২টি বুথ করেছি, ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায়। এছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ফ্রি সার্ভিস ক্যাম্পেইন চলছে। এরই মধ্যে আমরা ২০০ জনকে সার্ভিস দিয়েছি। সার্ভিসিংয়ে যেসব পার্টস প্রয়োজন, সেগুলোও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন
- ভারতীয় ঋণে চলমান প্রকল্প অব্যাহত থাকবে: অর্থ উপদেষ্টা
তিনি বলেন, আমরা ফেসবুকের মাধ্যমে জিও টার্গেটিং করছি। ফলে অনেকেই সহায়তার জন্য ফোন দিচ্ছেন। এছাড়াও মাইকিং করে সার্ভিসের বিষয়টা জানিয়ে দিচ্ছি। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পণ্যের বিনামূল্যে সার্ভিসিং পেতে কল করুন ০১৮৪১-২৫৭৫১০ নম্বরে।
আরএএস/কেএসআর/এমএস