ভারতীয় ঋণে চলমান প্রকল্প অব্যাহত থাকবে: অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

ভারতীয় ঋণে চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রকল্পগুলো উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ট প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের অর্থনীতি, বাণিজ্য এবং প্রযুক্তিগত বিভিন্ন সম্পর্ক রয়েছে। উভয় দেশ আরও ঘনিষ্টভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কয়েকটি প্রকল্পের কাজ সাময়িক ব্ন্ধ ছিল। খুব শিগগির ঠিকাদার প্রতিষ্ঠান ফিরে আসবে এবং কাজ শুরু হবে। দুদেশ ঘনিষ্ঠ ভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এমএএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।