লেনদেনের ওপর চার্জ কমালো সিএসই


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) লেনদেনের ওপর কমিশন বা লাগা চার্জ কমানো সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে নতুন এ কমিশন হার কার্যকর হবে। সোমবার সিএসই এ তথ্য নিশ্চিত করেছে।

লেনদেনের ওপর সিএসইর নতুন কমিশন চার্জ ৫ কোটি টাকা পর্যন্ত শতকরা ১৮ পয়সা, ৫ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত শতকরা ১৫ পয়সা এবং ১০ কোটি টাকার ওপরে শতকরা ১৩ পয়সা চার্জ কাটা হবে। এছাড়া সিএসই হাওলা বা কন্ট্রাক্ট চার্জ ২ টাকা নির্ধারণ করেছে।

উল্লেখ্য, সিএসই ব্রোকাররা প্রতি লেনদেনের ওপর ব্রোকারেজ কমিশন চার্জ ১ শতাংশ বা ৮ টাকার বেশি নিবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।