আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ

প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৬ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই উদ্যোগে ২০ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেছে বিকাশ।

বুধবার (২১ আগস্ট) সেনা প্রধানের কার্যালয়ে সহায়তার এই অর্থ প্রদান করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম।

সারাদেশে বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য শিক্ষার্থী যাদের অনেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন। এক্ষেত্রে যেসব শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।