সামনের বছর ধীরে ধীরে বৈশ্বিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে: বিশ্বব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৪ আগস্ট ২০২৪
ফাইল ছবি

চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশে স্থিতিশীল হবে। ভূরাজনৈতিক সংকট এবং সুদের হার বৃদ্ধি সত্ত্বেও তিন বছরের মধ্যে প্রথমবারের মতো স্থিতিশীল থাকবে প্রবৃদ্ধি। বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট’ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

তবে ২০২৫-২৬ সালের মধ্যে, বাণিজ্য ও বিনিয়োগের পরিমিত সম্প্রসারণের পাশাপাশি প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

শনিবার (২৪ আগস্ট) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, অব্যাহত মুদ্রাস্ফীতির চাপকে প্রতিফলিত করে, উন্নত অর্থনীতি ও উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সহজ করার ক্ষেত্রে সতর্ক থাকার সম্ভাবনা রয়েছে৷ যেমন- আগামী কয়েক বছরে সুদের হার মহামারির আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, আরও বাণিজ্য বিভক্তকরণ এবং ক্রমাগত উচ্চ নীতির হার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর কিছু নেতিবাচক ঝুঁকি রয়েছে।

এমওএস/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।