সাবেক এমপি নদভী-ডিআইজি মোজাম্মেলের ব্যাংক হিসাব স্থগিত
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
একই সঙ্গে তাদের পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটি। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএফআইইউ’র এক ঊর্ধতন কর্মকর্তা জানান, বুধবার (২১ আগস্ট) মোজাম্মেল ও নদভীর হিসাব স্থগিতের পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
ইএআর/ইএ/জিকেএস