চলতি সপ্তাহে দুইজন ডেপুটি গভর্নর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৯ আগস্ট ২০২৪

 

শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের দুইজন ডেপুটি গভর্নরের পদত্যাগের ফলে শূন্যপদ সৃষ্ট হয়েছে। এ শূন্যপদে চলতি সপ্তাহে নিয়োগ পাচ্ছেন দুই ডেপুটি গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান এবং সাবেক নির্বাহী পরিচালকরা (ইডি) এ পদের জন্য প্রাধান্য পেতে পারেন।

তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকদের বাইরেও প্রায় এক ডজন জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেছে ডেপুটি গভর্নর নিয়োগে গঠিত সার্চ কমিটি। রোববার (১৮ আগস্ট) পর্যন্ত কমিটির সদস্যরা জীবনবৃত্তান্ত যাচাই শেষে ৯ জনের সংক্ষিপ্ত একটি তালিকা প্রস্তুত করেছে।

আগামীকাল সোমবারের মধ্যে তালিকা থেকে ৫ জনের একটি তালিকা গভর্নর ড আহসান এইচ মনসুর এর সামনে তুলে ধরা হবে। এরপর গভর্নর পরামর্শক্রমে দুইজনকে বাছাই করে তা অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) পাঠানো হবে। সেখান থেকে দুইজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এবারে ডেপুটি গভর্নর নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানায় একটি সূত্র। সেক্ষেত্রে বিদ্যমান ৬২ বছরের বয়সের সীমাও বিবেচনায় নিচ্ছে না ডেপুটি গভর্নর নিয়োগে গঠিত সার্চ কমিটি। জাতির প্রত্যাশা পূরণে গভর্নরের হাতকে শক্তিশালী করতে যোগ্য ডেপুটি গভর্নর নিয়োগে দেওয়া।

ইএআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।