চলতি সপ্তাহে ব্যাংক থেকে ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না
দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ তিন লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে যেটার সর্বোচ্চ সীমা ছিল দুই লাখ, আর ৮ আগস্টে ছিল এক লাখ টাকা।
নতুন এ সিদ্ধান্তটি চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। সিদ্ধান্তটি শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি)।
তবে নগদ টাকা তিন লাখের বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।
গত জুলাই থেকে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে সদ্য বিদায়ী সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক পরিবার থেকে নগদ টাকা উত্তোলন বেশি হচ্ছে মর্মে অভিযোগ আসে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কাছে।
এসব উত্তোলকৃত অর্থ যেন কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয় বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।
ইএআর/এমআরএম