চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল দাবি ড. জাহিদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৫ আগস্ট ২০২৪

চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা বাতিল করার দাবি জানিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাহিদ হোসেন তার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে এ দাবি জানান।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন ‘কালো টাকা সাদা করার যে সুযোগটি এই অর্থবছরের বাজেটে দেওয়া আছে সেটি বাতিল করা হোক। সর্বোচ্চ ৩০% আয়করের সাথে ৫ থেকে ১০% জরিমানা যোগ করে সীমিত সময়ের (৩ থেকে ৬ মাস) জন্য এই সুযোগ পুনর্বহাল বিবেচনা করা যেতে পারে।’

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৩-২৪ অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। ১৫ শতাংশ কর দিয়ে একজন বাংলাদেশি নাগরিক কালো টাকা সাদা করতে পারবে। আয়ের উৎস সম্পর্কেও কোনো প্রশ্ন করা হবে না। এর আগের দুই অর্থবছরে এ সুযোগ বন্ধ ছিল।

আইএইচও/এএসএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।