রাজনীতির বাইরে রাখতে হবে ব্যবসাকে: ইমরান হাসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৭ আগস্ট ২০২৪
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান

ব্যবসা–বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন জে অ্যান্ড জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা ঘুস-দুর্নীতি বন্ধে উদ্যোগ নেবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

বুধবার (৭ আগস্ট) জাগো নিউজকে এ প্রত্যাশার কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে কী প্রত্যাশা জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইমরান হাসান বলেন, ‘এখন সব সরকারি প্রতিষ্ঠান নতুন করে ঢেলে সাজানো দরকার। সেটা এমনভাবে করা হোক, যাতে আবার কোনো নতুন সরকার এসে ইচ্ছামতো পরিবর্তন করতে না পারে।’

তিনি বলেন, ‘এভাবে একটি দেশ গঠন হোক যাতে সহনশীলতা-মানবাধিকার-স্বচ্ছতা থাকবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যবসাপ্রতিষ্ঠান রাজনীতিকরণ বা রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, ‘এমনকি রাজনৈতিক দলের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো প্রতিষ্ঠান জিম্মি থাকবে না। বিশ্বের অন্যান্য দেশ এভাবে চলছে এখন। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, অন্যসব যে যার জায়গায়।’

দেশের রেস্তোরাঁশিল্প নিয়ে প্রত্যাশা জানতে চাইলে ইমরান হাসান বলেন, ‘এ খাত সবচেয়ে আরাজকতার মধ্যে রয়েছে। এটি কীভাবে গোছানো যায়, দক্ষ শ্রমিক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে নীতি সহায়তাসহ সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই এ শিল্পে আগের মতো আমলাতান্ত্রিক জটিলতা যেন না থাকে। সব কাজে ঘুস দিতে হয় আমাদের, সেটা যেন বন্ধ হয়। এটা বড় ও প্রথম কাজ।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।