ব্যবসায়ী সংগঠনগুলোরও সংস্কার দরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৭ আগস্ট ২০২৪
ফেরদৌসী বেগম/ছবি-সংগৃহীত

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ (এফবিসিসিআই) অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সভাপতি ও ফেরদৌস বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসী বেগম।

বুধবার (৭ আগস্ট) অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা জানতে চাইলে জাগো নিউজকে তিনি একথা জানান।

ফেরদৌসী বেগম বলেন, এফবিসিসিআইকে ঢেলে সাজানো দরকার। এত বছরে দেখলাম, এগুলোতে কোনো গণতন্ত্র নেই। এখানেও তাবেদার গোষ্ঠী চলে। অন্যান্য ছোট ব্যবসায়ী সংগঠনও এমন।

প্রত্যাশা নিয়ে তিনি আরও বলেন, এখন অর্থনীতির অবস্থা ভালো নয়। অন্তর্বর্তী সরকার বসুক, রেমিট্যান্স আসা শুরু হোক। ব্যাংকগুলো স্বাভাবিক হোক। আস্তে আস্তে ভালো হবে এটা আমার প্রত্যাশা।

এনএইচ/এমআরএম/এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।