ব্যবসায় দ্রুত স্বাভাবিক গতি ফিরুক: আসিফ ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৭ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত অর্থনীতির স্বাভাবিক গতি প্রত্যাশা করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

বুধবার (৭ আগস্ট) জাগো নিউজকে এ কথা জানিয়ে তিনি বলেন, মোটাদাগে আমরা টেকসই অর্থনীতির দিকে যেতে চাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, এখন ব্যবসা-বাণিজ্যের জন্য ঠিকঠাক সুরক্ষা চাই। কারখানা চালানোর জন্য নিরাপত্তা দরকার। ব্যাংকিং কার্যক্রম, বন্দরের কার্যক্রম, পণ্য পরিবহন ও কাস্টমে স্বাভাবিক গতি ফিরে আসুক। তাড়াতাড়ি যেন ব্যবসাবান্ধব পরিবেশে যেতে পারি এটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসিফ ইব্রাহিম বলেন, আমাদের এখনই ব্যবসায় ফিরতে হবে। এটিই এখন চাওয়া।

এনএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।