চলতি বছর মূল্যস্ফীতি আরও বাড়বে: এডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৫ জুলাই ২০২৪
ফাইল ছবি

বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি জানায়, চলতি বছরের জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশের ওপরে ছিল। ২০২২-২৩ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে এডিবি এসব তথ্য জানায়।

গত সপ্তাহে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই ২০২৪–এ বলা হয়েছে, শিল্পখাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ থেকে কমে সাড়ে ৬ শতাংশ হতে পারে।

আরও পড়ুন

এর আগে গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।

ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটির এই পূর্বাভাস সরকারের ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম।

সংস্থাটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অংকের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের বেশি দামের কারণে তা অব্যাহত থাকতে পারে।

এমওএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।