আমরা এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যেতে চাই: আহসান খান চৌধুরী
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যেতে চাই। আমাদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া দরকার।
তিনি বলেন, আমরা ভালোভাবে ব্যবসা করতে চাই। আমরা আগাবো, আমরা চ্যালেঞ্জ নিয়ে কীভাবে ব্যবসায়ীদের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারি সেই চেষ্টা করবো।
গত সোমবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের মন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- রপ্তানি বাড়াতে আঞ্চলিক সুযোগ কাজে লাগাতে হবে
- তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল
- তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ
আহসান খান চৌধুরী বলেন, আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, নিজেরা ঐক্যবদ্ধ থাকি এবং নিজেদের মধ্যে যদি ভুল-ভ্রান্তি না থাকে তাহলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, জাতি হিসেবে আমাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
এসএম/বিএ/এএসএম