চট্টগ্রামে ডিমের ডিলারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৭ জুন ২০২৪

চট্টগ্রামে পাইকারিতে অতিরিক্ত লাভে ডিম বিক্রির অভিযোগে জান্নাত পোল্ট্রি নামের এক ডিমের ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নগরীর পাহাড়তলী বাজারের ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

jagonews24.com

ফয়েজ উল্ল্যাহ বলেন, জান্নাত পোল্ট্রি নামের ডিমের ডিলার প্রতিষ্ঠানটিতে কোনো কোনো ক্ষেত্রে প্রতি ডিমে এক টাকাও লাভ করছেন। তাছাড়া তাদের প্রদর্শিত মূল্য তালিকা থেকেও বেশি দামে তারা ডিম বিক্রি করছেন। অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই অভিযানে ওই বাজারের আনিকা এন্টারপ্রাইজ নামের আরেক পাইকারি ও খুচরা দোকানকে ৫ হাজার টাকা, দেওয়ানহাট মোড়ের অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে নিহা ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।