শেয়ারবাজারে ইতিহাস সৃষ্টি করলো লিন্ডে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২০ জুন ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে পাবেন নগদ ১৫৪ টাকা করে।

দেশের শেয়ারবাজারের ইতিহাস আর কোনো কোম্পানি কখনো এত বেশি অন্তর্বর্তী লভ্যাংশ দেয়নি। রেকর্ড পরিমাণ অন্তর্বর্তী লভ্যাংশ দিলেও কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩১ অক্টোবর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ৯ জুলাই।

২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৭ টাকা ২৫ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৭২ টাকা ৯২ পয়সা।

আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫০ টাকা ৯৯ পয়সা। ওই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৩৯৭ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা ও সম্পদ উভয়ই কমেছে। বিক্রি কম হওয়া এবং কাঁচামালের দাম বেশি হওয়ায় মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

এমএএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।