পতনের বাজারে দাপট দেখালো সমতা লেদার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৫ জুন ২০২৪

গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ফলে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এই পতনের বাজারেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে কিছু প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে সমতা লেদার।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটি আগ্রহের শীর্ষে চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস খুব একটা ভালো না।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ কোটি ৪৬ লাখ ২৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৪৫ টাকা ১০ পয়সা।

শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে সাধারণ বিনিয়োগকারীদের দশমিক ৪০ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে দশমিক ৫০ শতাংশ এবং ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এর আগে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিয়েছে কি না সে সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। এরমধ্যে ৩৩ দশমিক ৮৭ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০ দশমিক ৭৭ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ার আছে।

সমতা লেদারের পরই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল এটলাস বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ। ১৬ দশমিক ১৮ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে মিথুন নিটিং।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- সাফকো স্পিনিংয়ের ১৪ দশমিক ৬৮ শতাংশ, ইউনিলিভার কনজুমার কেয়ারের ১৩ দশমিক ৮৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৪৬ শতাংশ, ক্যাপটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০ দশমিক ৬২ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালসের ১০ দশমিক ৩৯ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯ দশমিক ৪৫ শতংশ এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৫ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।