ক্রেডিট কার্ডে এপ্রিলে দেশের বাইরে খরচ ৫০৭ কোটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৩ জুন ২০২৪

ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে দেশের বাইরে বাংলাদেশিরা এপ্রিলে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। এর আগের মাস মার্চে খরচ করেছিলেন ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে দেশের বাইরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। আর একই মাসে (এপ্রিল) বিদেশিরা বাংলাদেশে ২০০ কোটি টাকা লেনদেন করেছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশি একজন নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ সমপরিমাণ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন। কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচের সুযোগ রয়েছে। এর সঙ্গে বিদেশে যাওয়ার সময় নগদ ডলার নিতে পারেন।

ক্রেডিট কার্ডে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশিরা দেশের বাইরে ক্রেডিট কার্ডে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে রয়েছে- ভারত, আমেরিকা, থাইল্যান্ড ও আরব আমিরাত। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের ৫০ শতাংশই এই চার দেশে হয়ে থাকে।

প্রতি মাসে ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতে যান বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভ্রমণও বেড়েছে। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে প্রতিবেশী দেশটিতে। এপ্রিল মাসে দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন। যা দেশের বাইরে মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ।

আলোচিত মাসে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে ৬৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ। এর পরেই থাইল্যান্ড গিয়ে ৪৬ কোটি ৬০ লাখ টাকা, আরব আমিরাতে ৪০ কোটি ৪০ লাখ টাকা, সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় গিয়ে প্রায় ২৫ কোটি টাকা ক্রেডিট কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

ইএআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।