ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম ভ্যাকেশন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১২ জুন ২০২৪

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ফ্লাগশিপ ক্যাম্পেইন ‘ড্রিম ভ্যাকেশন’ এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনের প্রথম পুরস্কার মালদ্বীপ কাপল ট্যুর জিতে নিয়েছেন কুষ্টিয়ার আব্দুস সোবহান। এছাড়া কক্সবাজার কাপল ট্যুর ও গিফট ভাউচার জিতে নিয়েছেন ১০ জন।

অনুষ্ঠানে আরএফএল রিটেইল চেইনের প্রধান বিপণন কর্মকর্তা শফিক শাহিন ও ভিশন এম্পোরিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড্রিম ভ্যাকেশন ক্যাম্পেইনটি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত চালু ছিল। ভিশন এম্পোরিয়াম থেকে ন্যূনতম ৫০০০ টাকার পণ্য কিনে এ ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ ছিল ক্রেতাদের। এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।