‘হুর’ এর জিপিএ-৫ সংবর্ধনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বিজ্ঞাপন বিজ্ঞাপন , বিজ্ঞাপন
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৮ জুন ২০২৪

২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্যান্ড ‘হুর’।

শুক্রবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যমুনা গ্রুপের অবদান অনস্বীকার্য।

বিশেষ অতিথির বক্তব্যে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য যুগোপযোগী জনবল তৈরির উদ্দেশ্যেই হবিগঞ্জে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিয়েছে যমুনা গ্রুপ। বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

সভাপতির বক্তব্যে যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ‘হুর’ শিগগির সিলেটে একটা নতুন ব্রাঞ্চ করবে। শিক্ষার্থীদের জন্য আমরা সব সময় একটা বিশেষ ছাড় রাখব। তাছাড়া এখানে যারা কর্মচারী আছেন, তাদের ছেলে-মেয়েদের স্কলারশিপ দিয়ে থাকি প্রতি বছর। যমুনা গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সব জায়গায়ই আমরা এই স্কলারশিপটা দিয়ে থাকি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিকেল সোয়া ৪টায় কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সুমাইয়া রোজালিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক।

এছাড়া বক্তব্য দেন দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক বিএম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের মেয়ে জেসেলিন হুরাইন হোসেইন ও যমুনা গ্রুপের হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিজনেস অপারেশন্সের পরিচালক মো. আফসার উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার, হুরাইন হাইটেক ফেব্রিক্সের পরিচালক (অপারেশন) রাজীব দাস, যমুনা গ্রুপের সিএসআরের জিএম মো. শহিদুল ইসলাম, ‘হুর’-এর হেড অব অপারেশনস মোহাম্মদ মেহমুদ গুঞ্জাল, হুরাইনের মার্কেটিং ডিরেক্টর লোকমান বিন আরিফ, হুরাইন ফেব্রিক্সের সিএমও আব্দুল হাকিম, যমুনা গ্রুপের অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলের জিএম মো. জুলফিকার হায়দার, যমুনা গ্রুপের অ্যাকাউন্টসের জিএম সারোয়ার মজুমদার, ‘হুর’ জিন্স অ্যান্ড কোম্পানির হেড অব সেলস সৌমিত রঞ্জন মজুমদার, যমুনা ইলেক্টনিক অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের এজিএম রুহুল কে সাগর প্রমুখ।

পরে প্রধান অতিথি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। আয়মান সাদিকের হাতে স্মারক তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের মেয়ে জেসেলিন হুরাইন হোসেইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’ এমন আয়োজন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক ও অভিভাবকরাও।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।