মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৮ জুন ২০২৪

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর আরোপ করা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ইপিজেডে বিনিয়োগকারীদের সুবিধা থাকলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে, এগিয়ে আসবে দেশীয় উদ্যোক্তারাও।

শনিবার (৮ জুন) প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর এক শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শূন্য শতাংশ শুল্ক ছিল।

এসময় মেট্রপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদসহ এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন

এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফসলি জমিতে কারখানা গড়তে নিরুৎসাহিত করছেন। এক্ষেত্রে ইপিজেডে বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক বসলে আমদানিকারক উৎসাহ পাবেন না। শুল্কমুক্ত সুবিধা আরও ৫ বছর রাখার দাবি জানাচ্ছি।

ইএআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।