ভ্যাট আদায় মনিটরিংয়ে নতুন অ্যাপের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ এএম, ০৭ জুন ২০২৪
ভ্যাট আদায় কার্যক্রম মনিটরিং করার জন্য মোবাইল অ্যাপ করার পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার উপস্থাপিত বাজেট বক্তৃতায় এই পরিকল্পনার কথা জানান।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫লাখ ৪১ হাজার কোটি টাকা। যার মধ্যে এনবিআরের আদায় করতে হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। ভ্যাট ও আয়করের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা। আর শুল্ক থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮০০ কোটি টাকা।
আরও পড়ুন
লক্ষ্যমাত্রার বড় অংশ আসবে মূল্য সংযোজন কর বা ভ্যাট খাত থেকে। এটা করতে গত অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ হাজার ৫০০ কোটি টাকা আর সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা বেশি আদায় করতে হবে।
আসন্ন অর্থবছরে ২০ খাতে ভ্যাট বাড়িয়ে অতিরিক্ত ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের পরিকল্পনা নিয়েছে এনবিআর। এর মাধ্যমে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার ভ্যাট আদায় হবে।
এসএম/এসআইটি/জিকেএস