বস্তিবাসী-নিম্ন আয়ের মানুষের জন্য নির্মাণ হবে ৪ হাজার ফ্ল্যাট
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৬ জুন ২০২৪
আগামী ২০২৪-২৫ অর্থবছরে স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ৩২টি ফ্ল্যাট নির্মাণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করার সময় এ প্রস্তাবনা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের আবাসন সুবিধার জন্য গাজীপুরের টঙ্গীতে ৪ হাজার ৩২টি ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট এবং ঢাকার শ্যামপুর-কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় সাশ্রয়ী আবাসন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাটের নির্মাণকাজ চলমান। এছাড়া বিগত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ হাজার ৫০০টি আবাসিক ফ্ল্যাট নির্মিত হয়। ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে পর্যায়ক্রমে সব জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনএস/এএসএ/এমএস