বাজেটে ইসির জন্য বরাদ্দ কমলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৬ জুন ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য ১ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৪ হাজার ৭৬৯ কোটি টাকা বরাদ্দ ছিল ইসির। সে ক্ষেত্রে ব্যাপকভাবে কমেছে ইসির বরাদ্দ।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। সেখানে তিনি এ প্রস্তাব করেন।

মন্ত্রী বলেন, ২০২৩-২৪ মূল বাজেটে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৪০৬ কোটি টাকা।

এমওএস/জেডএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।