নির্মাণে সুখবর, কমবে রডের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৬ জুন ২০২৪

অবকাঠামো উন্নয়নের প্রধান উপকরণের অন্যতম হলো রড। দফায় দফায় বেড়ে বর্তমানে আকাশ ছুঁয়েছে রডের দাম। তবে বাজেটে রডের দামে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। সেখানে তিনি রডের দাম কমানোর জন্য প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ফেরো অ্যালয় জাতীয়পণ্য উৎপাদিত হচ্ছে। রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি পণ্য উৎপাদনকালে তা পরিশোধন করার কাজে এ পণ্য ব্যবহৃত হয়। ফেরো অ্যালয় নামীয় পণ্য উৎপাদনে একটি অপরিহার্য কাঁচামাল হচ্ছে ম্যাঙ্গানিজ। এ পণ্য আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০ শতাংশ। দেশীয় শিল্পকে সহায়তায় এ অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে প্রযোজ্য শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।

২০২১ সালে প্রতি টন রডের দাম ছিল ৬৭ থেকে ৭০ হজার। বর্তমানে প্রতিটন রড কিনতে খরচ হয় ৮৯ থেকে ৯৫ হাজার টাকা।

এমওএস/এমএএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।