দাম বাড়ছে এলইডি-এনার্জি সেভিং লাইটের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৬ জুন ২০২৪

দেশে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি ল্যাম্প এবং এনার্জি সেভিং ল্যাম্প জনপ্রিয় হচ্ছে। এতে বিদ্যুৎ সাশ্রয়ও হচ্ছে। তবে এবার বাজেটে এসব লাইটের উপর শুল্ক বসছে।

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ শুল্কায়নের প্রস্তাব করেন।

তিনি বলেন, এলইডি ল্যাম্প এবং এনার্জি সেভিং ল্যাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লিখিত উপকরণের উপর প্রযোজ্য আমদানি শুল্ক ০% এর পরিবর্তে ১০% নির্ধারণ করার সুপারিশ করছি।

অর্থাৎ বাজেটে উপকরণ আমদানির খরচ বাড়লে এতে বেড়ে যেতে পারে এসব লাইটের দাম।

এনএইচ/এমএইচআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।